• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

১৫৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো লি‌বিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে গণমাধ‌্যমে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার ত্রিপোলি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক ১৫৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ সকাল ৭টায় বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আইওএম-এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে অবতরণের পর প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তাবৃন্দ অভ্যর্থনা জানান।লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আইওএম একস‌ঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ