• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

রাত ৩৭ রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ৩৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বাধা দিয়ে অনুপ্রবেশ ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যরা নিয়মিত নদরদারিতে ছিলেন। বিজিবি দেখতে পায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন।
নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেন বিজিবির সদস্যরা। এরপর নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ নারী ও আটজন পুরুষ ছিলেন।

বিজিবির এই কর্মকর্তা বলেন, অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ