• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

ময়মনসিংহে শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শিশু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তারভীন হাসান আনিস। এদের মধ্যে আকরাম হোসেন পালতক রয়েছেন।
জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্তরা সুজন ওরফে চেতন পণ্ডিতকে (১২) হত্যা করে লাউটিয়া গ্রামের একটি পুকুরে ফেলে দেন। এ ঘটনায়  একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ