• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

দুই নেত্রীর কারো অধীনে নির্বাচন চাই না :গয়েশ্বর

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন হতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা শেখ হাসিনা, খালেদা জিয়া কারো অধীনেই নির্বাচন চাই না। রাজনীতিবিদ হিসেবে যাকে চিনি না এমন ব্যক্তির নেতৃত্বে যেদিন নিরপেক্ষ সরকার গঠন হবে, তার পরের দিনই বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত।

গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘তারেক জিয়া সাইবার ফোর্স’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আগামী নির্বাচনে অবশ্যই যাবে, তবে শেখ হাসিনার অধীনে নয়। আমরা যেখানেই যাই জনগণ এখন একটি প্রশ্নই করে- ‘ভাই আগামী দিনে আমরা কি ভোট দিতে পারব?’ এই আতঙ্ক তৈরি করেছে আওয়ামী লীগ। জনগণকে আতঙ্কে রেখে আমরা নির্বাচনে যেতে পারি না।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন-বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জন গমেজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ