কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাসিবুল হাসান (২৮), মো. প্রান্ত ও পঞ্চবটি এলাকার মো. সানজিব। তাদের মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, গতকাল শুক্রবার রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে পৌর শহরের টিনপট্টি এলাকার নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ‘ভিডিও ফুটেজ ও কিছু বিষয় বিবেচনায় রেখে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।