চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর জঙ্গি আস্তানায় নিহত সেই ৩ জঙ্গির পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে বুধবার সন্ধ্যায় পৌর কবরস্থানে লাশগুলো দাফন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে ওই লাশগুলোর দাফন কাজ সম্পন্ন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে লাশগুলোর ময়না তদন্ত সম্পন্ন হয়।
লাশগুলো দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি অপারেশন মো. আতিকুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জঙ্গি আস্তানা সন্দেহে আলাতুলী গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে র্যাব। এসময় বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি বর্ষণ করা হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই বাড়ির ভেতর থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে ছিন্নভিন্ন ৩টি মরদেহ উদ্ধার করে।