• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ঘন কুয়াশা ও হিম বাতাস, ৯.১ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সাত জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০ দশমিক ৪ ডিগ্রি, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের নিকলিতে ১০ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত এসব এলাকার মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। ফলে আয় কমেছে তাদের।

এ ছাড়া শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।

চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ