• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যবস্থা নেবে আ.লীগের দুর্নীতির: ফখরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এরপর দীর্ঘ ১৭ বছর বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎখাতে চরম অনিয়ম ঘটেছে। ২০০৯ সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়।

টুকু বলেন, বিদ্যুৎখাতকে ব্যবসায়ী খাত বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। বিদ্যুৎখাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিল তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে দলটি।

পতিত আওয়ামী লীগের বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে আগামী ২০২৭ সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ