সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ। আজ বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি রাজধানীসহ বিভিন্ন জায়গায়। সেইসাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী এক সপ্তাহ দেশে বয়ে যেতে পারে মৃদু শৈত্য প্রবাহ। সারাদেশে তাপমাত্রা কমেছে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
শীত উপেক্ষা করেই কাজে বেড়িয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও চাকুরিজীবীরা।