জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজ্জাক খান যুক্তিতর্কের চতুর্থ দিনে মামলা থেকে খালাস দিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধ অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এ কথা তিনি আদালতকে বলেন।
এর আগে এই দুর্নীতি মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে পৌঁছেন আজ বুধবার ১১টার দিকে। রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে যান তিনি।
বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দু’টির বিচার কাজ চলছে। গত ২০, ২১ ও ২৬ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তি তুলে ধরেন।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।