জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আপাতত জোটবদ্ধ আছি। আগামীতে কী হবে, কিভাবে নির্বাচন সম্পন্ন হবে সে ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। জাতীয় পার্টি দেশের রাজনীতিতে ও আগামী জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে। এটা সর্বত্র আলোচিত হচ্ছে। তিনি গতকাল বুধবার বিকালে নগরীর রেডিসন ব্লুতে সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। জাতীয় পার্টি সংগঠিত হচ্ছে। আমাদের ৩০০ প্রার্থী আছে। তবে কতজন প্রার্থী জয়ী হতে পারবে সে সম্পর্কে আমরা এখনি বলতে পারছি না। রংপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তিনি বলেন, দেশে যুবসমাজের কর্মসংস্থানের নজর দেওয়া প্রয়োজন। মাদকাসক্ত যুব সমাজকে উদ্ধার করা না গেলে জাতির ভবিষ্যত্ হিসেবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মাহজাবীন মোরশেদ এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রমুখ।