সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) উদ্যোগে টানা চতুর্থ বারের মতো সপ্তাহব্যাপী বইমেলা-২০১৮ শুরু হয়েছে। রবিবার আইনজীবী সমিতি ভবনের ভিতরে নিচ তলায় ফাঁকা জায়গায় এবং দক্ষিণ পাশে বিস্তৃত বারান্দায় স্টলগুলো স্থাপন করা হয়েছে। মেলা উপলক্ষে সুপ্রিম কোর্ট বার-এ উৎসবের আমেজ বিরাজ করছে।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৫ সালে সুপ্রিমকোর্ট বার প্রথমবারের মতো বার প্রাঙ্গণে বই মেলার আয়োজন করে। এবার ৪২টি স্টল অংশগ্রহণ রয়েছে। মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতিবছরই সুপ্রিমকোর্ট বার বইমেলা আয়োজন করবে।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক বলেন, আইনজীবী পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। এ মেলা সুপ্রিমকোর্টে আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
সুপ্রিমকোর্ট বার-এ বৃহত্তর পরিসরে বইমেলার আয়োজনকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে আইনজীবীরা জানায়, এ উদ্যোগ সুপ্রিমকোর্ট বারের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এ মেলায় অনেক উপকৃত হচ্ছে। বাসস।