আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে একটি উত্সবমুখর পরিবেশ তৈরি হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ সব সময় চেয়েছে নির্বাচনে সব দলের অংশগ্রহন ।
তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলেই সকলের কাছে গ্রহণযোগ্য হবে।
শনিবার কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, কোনো আইন বা বিচার বিএনপির বিপক্ষে গেলেই তারা সেটা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির অন্যায়ের বিচার করতে গেলেই তারা মিথ্যাচার শুরু করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি কাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।