• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেটঃ : রবিবার, ৪ মার্চ, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

সুধীর বরণ মাঝি

 

শিক্ষক, হাইমচর মহাবিদ্যালয় , চাঁদপুর

 

 

১।  কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় ?                                                                                                                                                       (ক) ১৮৫৮সালের ২ আগষ্ট

 

(খ) ১৮৫৮ সালের ২১ আগষ্ট

 

(গ) ১৮৫৮ সালের ২ অক্টোবর

 

(ঘ) ১৮৬৮ সালের ২ আগষ্ট ।

 

২। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো-                                                                      (i) দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে চায় না

 

 (ii) মূল উদ্দেশ্য নিজ দেশে সম্পদ পাচার (iii) চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে চায়

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i ও ii  (খ) ii ও iii

 

(গ) i ও iii (ঘ) i, iiও iii।                                                                                                                    নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও : ব্রিটিশরা এক সময় ভারত উপমহাদেশ দখল করে নেয়। চিরস্থায়ীভাবে শাসন করা ব্রিটিশদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদ নিজেদের দেশে পাচার করা।                                                                      ৩। ভারত উপমহাদেশে কীরূপ শাসনের প্রতিফলন হয়েছিল?

 

(ক) গণতান্ত্রিক        (খ) রাজতান্ত্রিক

 

(গ) ঔপনিবেশিক    (ঘ) স্বৈরতান্ত্রিক।

 

৪। উক্ত শাসনের ফলে ভারতীয় উপমহাদেশে-                                                                                                                                                       (i)   অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়

 

(ii)  পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়

 

(iii) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i (খ) ii (গ) iii (ঘ) i,ii ও iii।                                                                                                                  ৫। কত সালে ফকরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ?

 

(ক) ১২৩৮ সালে    (খ) ১৩৩৮সালে

 

 (গ) ১৪০৫ সালে   (ঘ) ১৫২০সালে।

 

৬। সতীদাহ প্রথা বিলোপ আইন কে পাস করেন ?                                                                                                                                                  (ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক

 

(ঘ) লর্ড কার্জন ।

 

৭। ১৫৭৬ সালে মোগল সাম্রাজ্য বিস্তার করে-

 

(i ) পূর্ব বাংলা  (ii) পশ্চিম বাংলা

 

(iii) উত্তর বাংলার অনেকাংশে।

 

নিচের কোনটি সঠিক

 

ক) i                      (খ) i ও iii

 

(গ) ii ও iii             (ঘ) i,ii ও iii।                                                                                                                  ৮। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে কারা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় ?

 

(ক) ইউরোপীয় বণিকরা (খ) আমেরিকান বণিকরা (গ) এশিয়া বণিকরা (ঘ) আফ্রিকান বণিকরা ।

 

৯। কত সালে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় ?

 

(ক) ১৫৫৭ সালে     (খ) ১৬৫৭ সালে

 

(গ) ১৭৫৭ সালে     (ঘ) ১৭৮০ সালে।

 

১০।  ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতি দেখা যায়-                                                                                                                                                                                    (i) খনিজ সম্পদ আবিষ্কারের কারণে

 

(ii) সামুদ্রিক বাণিজ্য বিস্তারের কারণে

 

(iii) কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii                                                                                                         ১১। বাংলায় ইংরেজদের শাসন পর্বকে কোন যুগ হিসেবে অবহিত করা হয় ?                                                                                                                                (ক) পরাধীন যুগ         (খ) স্বাধীন যুগ

 

 (গ) গণতান্ত্রিক যুগ  (ঘ) ঔপনিবেশিক যুগ।

 

 উত্তর ঃ ১ (ক), ২ (ক), ৩ (গ), ৪ (ঘ), ৫ (খ), ৬ (গ), ৭ (গ), ৮ (ক), ৯ (গ), ১০ (ঘ), ১১ (ঘ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ