ফাতেমা মেহেজাবীন ফারহা
পরীক্ষার্থী , রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
যেকোনো শিক্ষার্থীর জন্য এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত: স্কুল ও কলেজ পর্যায়ে শেষ পাবলিক পরীক্ষা অন্যদিকে এর ফলাফলের ওপর ভবিষ্যত্ জীবনের অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়া নির্ভর করে। সত্যি কথা বলতে কী আমি এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত। কিছুদিন আগে পত্রিকায় রুটিন দেখলাম, বন্ধুদের অনেকেই রুটিনে বন্ধ খুব একটা না থাকায় তাদেরকে বেশ দুশ্চিন্তা করতে দেখলাম। তবে এ বিষয়টি আমাকে তেমন ভাবায় না কারণ শিক্ষার্থী হিসেবে আমি জানি যে, ুপরীক্ষার জন্য আলটিমেইটলি প্রস্তুতিটা আগের দিনই নেয়া হয়, সে একদিনই বন্ধ থাকুক আর দশদিনই বন্ধ থাকুক।
আমাকে যে জিনিসটা ভাবায় তা হলো পরীক্ষা মাত্র আর কয়েকটা দিন বাকি অথচ আমার মনে হয় আমি এখনো অনেককিছুই পারি না। আমার পড়ায় অনেক ঘাটতি রয়ে গেছে। তবে শিক্ষকের পরামর্শে ও বাবা মার যত্নে ও সহায়তায় আমি এখন যথাসাধ্য চেষ্টা করছি সব সিলেবাস ভালোভাবে শেষ করার। ঘাটতিগুলো পূরণের সময় এখনো শেষ হয়ে যায়নি। সামনের এইচএসসি পরীক্ষা নিয়ে আমিও উদ্বিগ্ন কিন্তু আমি জানি যে,ভালো করে লেখাপড়া ছাড়া এ উদ্বিগ্নতা দূর করার আর কোনো পথ নেই। ভালো পরীক্ষা দেয়ার জন্য যে প্রস্ততিটা নেয়া দরকার তা অর্জনের চেষ্টা করছি। আমার দৃঢ় বিশ্বাস আমি সব সংশয় কাটিয়ে পড়ালেখার মাধ্যমে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবো।