বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে। ব্যালটের মাধ্যমে সরকারকে জবাব দিতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘জনগণের সরকার’ গঠন হবে ।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার আগে বক্তৃতায় মওদুদ এ সব কথা বলেন।
মওদুদ বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল’কে শরিক হতে হবে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল মাঠে নামলে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে। জনগণের বিজয় হবে।