শুক্রবার রাতেই নিদহাস ট্রফির শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। তামিম ইকবালের ৫০-এর পর মহমুদুল্লাহর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের জেরে ২ উইকেটে জিতে ফাইনালের টিকিট পাকা করেছে বেঙ্গল টাইগাররা।
রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্রথমে ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে বেঁধে ফেলে তারা। আর ম্যাচের শেষ ওভারে এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌছায় বাংলাদেশ।
বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চনও। টুইটে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি লিখেছেন, দারুণ জয়। বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ খেলেছেন। ম্যাচটায় সব কিছু ছিল। শেষ ওভারে জয় ছিনিয়ে নেওয়া সহজ নয়। ফাইনালে ওঠায় বাংলাদেশকে শুভেচ্ছা। সম্মান।