স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে শেষ আটে মোকাবেলা করতে হবে ইতালিয়ান সিরি এ’ লিগের দুই ক্লাবের। এর মধ্যে তুলনামূলক শক্তিশালী দল জুভেন্টাসকে পাচ্ছে রিয়াল। জুভেন্টাসের সামনে সুযোগ বদলা নেওয়ার। গত বছরের দুই ফাইনালিস্ট এ বার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। অপরদিকে চেলসিকে উড়িয়ে কোয়ার্টারে আসা বার্সা শেষ আটে পাচ্ছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এএস রোমাকে।
শুক্রবার লিয়ঁতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র’তে নির্ধারিত হয় এই সমীকরণ। ড্র অনুযায়ী অ্যানফিল্ডে প্রথম লেগে মুখোমুখি হবে দুই ইংলিশ দল লিভারপুল ও ম্যানসিটি। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হচ্ছে দু’দল। ২০১০-১১তে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল।
সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া সেভিয়া খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।