চারবার ফাইনালে খেলেও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা জেতার লক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে খেলতে নামছে বাংলাদেশ।
পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অনেক আত্মবিশ্বাসী টাইগাররা। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা জিতে আজ ইতিহাস গড়ার সুযোগ রয়েছে সাবিক-মাহমুদউল্লাহ-মুশফিকদের।
শিরোপা জয়ের লক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুসফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লা রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম।