ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ বেলার রোমাঞ্চে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তথাপি টি-টোয়েন্টিতে নতুন করে বার্তা দিয়েছে বাংলাদেশ। এমন একটি মিশন শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন টাইগাররা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাকিব-তামিম-মুশফিক-মাহমু্দউল্লাহরা।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে শ্রীলঙ্কা। তিন জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে গত ৪ মার্চ দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এই সিরিজে লিগপর্বের দুই ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে দু’বার হারিয়ে ফাইনালে ওঠে টাইগাররা।
রবিবার ভারতের বিপক্ষে এই প্রতিযোগিতার ফাইনালে তীরে এসে তরী ডুবে যায় টাইগারদের। প্রথম তিন ওভারে ১৩ রান দেওয়া রুবেল খেলার ১৯তম ওভারে দেন ২২ রান। শেষ ওভারে ১২ রান দরকার হলেও রান আটকাতে পারেননি সৌম্য সরকার। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দিনেশ কার্তিক ছক্কা মেরে ছিনিয়ে নেন বাংলাদেশের জয়।
এ নিয়ে পাঁচটি ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হাতছাড়া হলো বাংলাদেশের।