• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

বীরের মতো লড়েছে বাংলাদেশ: পাপন

আপডেটঃ : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

কলম্বোর প্রেমাদাসায় নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে স্বপ্নভঙ্গ হয়েছে। ভারতের বিপক্ষে আবারো ফাইনালে জেতা হয়নি বাংলাদেশের। তাতে আক্ষেপ থাকলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলের সঙ্গে কলম্বো থেকে সোমবার দুপুরে দেশে ফিরে বললেন, বীরের মতো লড়েছে বাংলাদেশ।
ফাইনাল জয়ের নিশ্চিত আশা জাগিয়েও টান টান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় ৪ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। অন্যদের মতো মন ভেঙেছে বোর্ড সভাপতিরও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাই কষ্টের কথাই বললেন রোববার রাতের ফাইনালে নিয়ে, ‘এমন হার কীভাবে ব্যাখ্যা করবো জানি না। কষ্ট তো আছেই। এটা ভুলে যাওয়ার মতো না। তবে এটা বলতেই হবে বীরের মতো লড়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘জানি অমন হারে সবাই কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। কিন্তু খেলোয়াড়দের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। ওরা ভেঙে পড়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ