• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

কোন নগরের অধিবাসীরা প্রাসাদের চারপাশে পরিখা খনন করেছিল?

 

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

সুধীর বরণ মাঝি, শিক্ষক

 

হাইমচর মহাবিদ্যালয়, চাঁদপুর

 

 

১। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?                                                                                                                                                       (ক) ১৫৭৫-১৮৫৭ সাল  (খ) ১৭৮১-১৮৫৭ সাল (গ) ১৭৫৭-১৯৪৭ সাল  (ঘ) ১৮৫৭-১৯৫৭ সাল।

 

২। সোনারগাঁও এর পানাম নগরটি ছিল-

 

(i) সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল

 

(ii) ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ                                                      (iii) চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিখা সমৃদ্ধ।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i    (খ) i ওii     (গ) ii   (ঘ) i,ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ো ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও : বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আমজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হলো।

 

৩। আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান ?                                                                          (ক) বাংলা একাডেমি  (খ) জাতীয় গ্রন্থাগার

 

(গ) শিল্পকলা একাডেমি

 

(ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর।

 

৪। আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেয়ার কারণ হলো-                                                                                                               (i) জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি দেখানো

 

(ii) ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো                                                      (iii) বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া।

 

নিচের কোনটি সঠিক

 

(ক)i (খ) ii ও iii  (গ) i ও iii  (ঘ) i,ii ও iii।

 

৫। কোনটিকে উত্তরা গণভবন বলে ?                                                                                                                                                  (ক) নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ

 

(খ) কাঞ্চননগর (গ) পানাম নগর (ঘ) শশী লজ ।

 

৬। জাতীয় মন্দির কোনটি ?                                                                                                                                                  (ক) রমনা কালীমন্দির             (খ) রামকৃষ্ণ মিশন

 

(গ) ঢাকেশ্বরী মন্দির                (ঘ) কান্তজির মন্দির ।

 

৭। কোন নগরের অধিবাসীরা প্রাসাদের চারপাশে পরিখা  খনন করেছিল ?

 

(ক) পানাম নগর (খ) রূপনগর

 

(গ) কাঞ্চন নগর (ঘ) চট্টগ্রাম।                                                                                                                                                               ৮। ঢাকার পুরানো গির্জা কোনটি ?

 

(ক) আর্মেনিয়ান গির্জা (খ) যোসেফ গির্জা

 

(গ) হলিক্রস গির্জা     (ঘ) সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা ।

 

৯। ভিক্টোরিয়া পার্কের অপর নাম-

 

(ক) রমনা পার্ক                     (খ) আন্টঘর ময়দান

 

(গ) কার্জন হল                     (ঘ) পল্টন ময়দান

 

১০। ময়মনসিংহ যাদুঘর সম্পর্কে যথার্থ-                                                                                                                                                                                    (i) ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ

 

(ii) প্রত্ন নিদর্শন দেখতে পারি

 

(iii) প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i (খ) i ও ii (গ)i ও iii (ঘ) i,ii ও iii।                                                                                                          ১১। সরদার বাড়িতে কয়টি কক্ষ আছে ?                                                                                                                                (ক) ৬০ টি (খ) ৭০ টি (গ) ৮০ টি (ঘ) ৯০ টি  ।

 

 

১ (গ), ২ (খ), ৩ (ঘ), ৪ (গ), ৫ (ক), ৬ (গ), ৭ (ক), ৮ (ক), ৯ (খ), ১০ (ঘ), ১১ (খ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ