ত্রিশ পেরিয়ে আজ ৩১-এ পা রাখলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশের ইতিহাসে সফলতম এই অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ সংস্থাটির নিজস্ব টুইটার পেজে এই শুভেচ্ছা জানানো হয়।
আইসিসির পেজে সাকিবের একটি ছবি দিয়ে টুইট করা হয়। এতে লেখা হয়, ১০,০৭৪ আন্তর্জাতিক রান, ৪৯৮ উইকেট; টেস্ট ও ওয়ানডেতে এক নম্বর অলরাউন্ডার। সাকিব আল হাসানকে ৩১তম জন্মদিনের শুভেচ্ছা। সাকিবকে শুভেচ্ছা জানিয়ে আইসিসির দেয়া পোস্টটি ইতোমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সাত ঘণ্টায় ৮০ হাজারের বেশি লাইক পড়েছে, পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।