আরও একবার নিজেকে প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মিশরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতির লড়াইয়ে ইনজুরি টাইমে জোড়া গোল করেন তিনি। সেই সুবাদে মোহাম্মদ সালাহর দলের সঙ্গে নাটকীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল।
শুক্রবার রাতে জুরিখে মিশরের মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে পেন্ডুলামের মতো এগোয় ম্যাচ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৬ মিনিটে মোহামেদ সালহার গোলে এগিয়ে যায় মিশর।
পিছিয়ে পরে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় রোনালদোরা। শেষ পর্যন্ত ম্যাচের ইনজুরি টাইমে জ্বলে ওঠেন সিআর সেভেন। ৯২ মিনিটে কোরেসমার ক্রস থেকে হেডে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ২ মিনিট পরই কোরেসমার ফ্রি কিক থেকে আবার হেডের সাহায্যে দ্বিতীয় গোল করে পর্তুগালকে ২-১ গোলের জয় এনে দেন।