• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ নেই : আইনমন্ত্রী

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপীল বিভাগে শুনানির পর্যায়ে রয়েছে বিষয়টি। মামলাটি পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আনিসুল হক বলেন, খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপীল বিভাগে শুনানির পর্যায়ে রয়েছে বিষয়টি। আর মামলাটি পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কিত খসড়া আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো সময় এটা উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন হলে আইনটি সংসদে আসবে। পরে তা বাস্তবায়ন হবে।
পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। এই সরকারই বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা হত্যা এবং যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আফীল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ মাহবুব আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মোঃ জহিরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ