• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

মুরালির প্রতি সাকিবের শ্রদ্ধা

আপডেটঃ : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

আইপএলে সাকিব সাত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এবার তার নতুন ঠিকানা সানরাইজার্স হায়দারাবাদে। সাকিবের দল সানরাইজার্স আজ প্রথম মাঠে নামছে। নিজেদের মাঠে রাত সাড়ে ৮টায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামবে দলটি।
নতুন ঠিকানায় যে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাকিব সেটা বোঝাই যাচ্ছে। হায়দারাবাদের বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক পেজে। ছবিটির ক্যাপশনে দুটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন মনের অবস্থা। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’।
সাকিবকে নিয়ে আশাবাদী মুরালিও। সাকিবের উপস্থিতি হায়দারাবাদের জয়ের ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মুরালি বলেন, ‘আইপিএল শিরোপা জিততে হলে আমাদের স্পিনার লাগবে। তারা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাকিব বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশকিছু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে আইপিএলে। সে পাওয়ার প্লে ও শেষ দিকের ওভারে চাপের মুখে খুবই ভালো বল করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ