ক্রিকেটর বাইবেলখ্যাত উইজেডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটারের তিনজনই এবার নারী। প্রচ্ছদে জায়গা পাওয়া আনায়া শ্রাবসোলের সঙ্গে বর্ষসেরা মনোনীত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট ও অলরাউন্ডার নাটালি শিভার। সেরা পাঁচের অন্য দুই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও ইংলিশ পেসার জেমি পোর্টার।
তিন ইংলিশ নারী ক্রিকেটারই গত বছর নারী বিশ্বকাপের ফাইনাল জয়ের অবদান হিসেবে এই স্বীকৃতি পান। এর মধ্যে পেসার শ্রাবসোল ফাইনালে ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে নাটকীয়ভাবে শিরোপা জিতিয়েছিলেন ইংল্যান্ডকে। বিশ্বকাপ জয়ী সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাইট। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিভারেরও। উইজডেনের সেরা ক্রিকেটারের স্বীকৃতিতে এর আগে কেবল দুজন নারী ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। ২০০৯ সালে ক্লেয়ার টেলর ও ২০১৪ সালে শার্লট এডওয়ার্ডস স্বীকৃতি পেয়েছিলেন বর্ষসেরার।
১৮৬৪ সাল থেকে প্রকাশিত হওয়া উইজডেনের এটি ১৫৫তম সংস্করণ। অবশ্য বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি চালু হয় ১৮৮৯ সাল থেকে। টানা দ্বিতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার অব দা ইয়ার’ মনোনীত হয়েছেন বিরাট কোহলি। টানা দুই বার লিডিং ক্রিকেটার হওয়ার কীর্তি আগে ছিল কেবল বীরেন্দর শেবাগ। মেয়েদের ক্রিকেটে লিডিং ক্রিকেটারের সম্মান পেয়েছেন ভারতীয় অধিনায়ক মিথালি রাজ। প্রথমবারের মতো চালু হওয়া ‘ফোরমোস্ট টি-টোয়েন্টি প্লেয়ার’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আফগান লেগ স্পিনিং বিস্ময় রশিদ খান।