সবাইকে ধর্য্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা সংস্কার নিয়ে আজ জাতীয় সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের মধ্যে বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার যেকোনো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে নিষেধ করেছেন।