• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

২০১৩ সাল থেকে সহস্রাধিক শিশু অপহরণ করেছে বোকো হারাম : ইউনিসেফ

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

নাইজেরিয়ায় ২০১৩ সাল থেকে জিহাদিরা এক হাজারের বেশী শিশুকে অপহরণ করেছে বলে শুক্রবার ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ করা হলো যখন নাইজেরিয়া চিবক অপহরণের চতুর্থ বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে। খবর এএফপি’র।
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, ২০১৩ সাল থেকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম সহস্রাধিক শিশু অপহরণ করেছে। এদের মধ্যে ২৭৬ জন বালিকাকে ২০১৪ সালে চিবক শহরের তাদের মাধ্যমিক বিদ্যালয় থেকে অপহরণ করা হয়। নাইজেরিয়ায় ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মাদ মালিক ফাল বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর এ ধরণের হামলা অযৌক্তিক।’
এদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় বোকো হারামের যুদ্ধে কমপক্ষে ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশী মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে দেশটিতে এ সংঘাত শুরু হওয়ার পর থেকে বোকো হারাম জিহাদিদের হামলায় কমপক্ষে দুই হাজার ২৯৫ জন শিক্ষক নিহত এবং এক হাজার ৪শ’ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ