সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দৌমায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্তের কাজ ওপিসিডাব্লিউ এর বিশেষজ্ঞ দল শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে শনিবার নেদারল্যান্ডের হেগভিত্তিক অর্গানাইজেশন ফর দ্যা প্রোহিবিটেশন অফ কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডাব্লিউ) এর দলটি সিরিয়ায় এসে পৌঁছেছে। রবিবার থেকে তারা তাদের কাজ শুরু করছেন। খবর এএফপি’র।
সিরিয় সরকার গত ৭ এপ্রিল রাসায়নিক হামলা চালিয়ে ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা। যদিও সিরিয়া ও তার মিত্র রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা বার বার অস্বীকার করে আসছে।
সিরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী আইমান সাওসান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পরিদর্শক দলটি শনিবার দামেস্কে পৌঁছেছে। রবিবার দলটি সিরিয়ার দৌমা এলাকা পরিদর্শন করবেন।’ তিনি বলেন, ‘সবধরণের চাপমুক্ত থেকেই তারা তাদের কাজ করতে পারবে।’ এএফপি।