ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের ভূগর্ভস্থ কক্ষে থাকা মোঘল সম্রাট শাজাহান এবং তার স্ত্রী মমতাজের সমাধির অবস্থা খুবই করুণ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে শাজাহানের সমাধি দেখার সুযোগ পান দর্শনার্থীরা। প্রতিবেদনে বলা হয়, সেই সময়েই সমাধির অযত্নের বিষয়টি প্রকাশ পায়।
দর্শনার্থী দেখতে পান বছরের পর বছর যত্নের অভাবে কারুকার্য খচিত মার্বেল পাথর কালো বর্ণ ধারণ করেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। ফলে খুব শীঘ্রই ভূগর্ভস্থ সমাধির রক্ষণা–বেক্ষণের কাজ শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়।
সাধারণত ওই ভূগর্ভের সমাধি খুব কম খোলা হয়। বিশেষ করে কোনো ভিআইপি এলে সেই সমাধি দেখাতে তাজমহলের ভূগর্ভে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূগর্ভস্থ সমাধিতে পানি প্রবেশ করে। ফলে সমাধিসহ তাজমহলের বেশ কিছু স্তম্ভও এতে আক্রান্ত হয়।
রক্ষণাবেক্ষণের আওতায় শাহজাহান এবং মমতাজের সমাধি ছাড়াও তাজমহলের স্তম্ভও পড়বে বলে জানা গেছে। প্রায় ৪শ’ বছরের পুরনো এই স্মৃতি সৌধটির বিভিন্ন অংশ ক্ষয়ে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছেন গবেষকেরা। এছাড়া দিন দিন আগ্রায় দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে তাজমহলের উপরেও।