• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:

শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড অধ্যাদেশে ভারতীয় রাষ্ট্রপতির সই

আপডেটঃ : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

শিশু ধর্ষণে সরাসরি মৃত্যুদণ্ডের বিধানে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় মন্ত্রীসভায় এর আগে পাশ হওয়া সেই অধ্যাদেশে রবিবার স্বাক্ষর করেন তিনি। কাঠুয়া, উন্নাও এবং সুরাটে শিশু ধর্ষণের পর দেশ জুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার মুখে পড়তে হয় মোদী সরকারকে।
শিশু নির্যাতন, শিশুদের যৌন হেনস্থা যাতে কড়া হাতে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দেয় সরকার। অবশষে শনিবার শিশু ধর্ষণের সাজা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে কেন্দ্রীয় মন্ত্রীসভা। শনিবার একটি অধ্যাদেশ এনে মৃত্যুদণ্ডের পক্ষে সায় দিয়ে দেয়া হয়। অধ্যাদেশটি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেই অধ্যাদেশে স্বাক্ষর করার পর শিশু ধর্ষণের চূড়ান্ত শাস্তি হিসাবে কার্যকর হয়ে গেল মৃত্যুদণ্ড।
নতুন এই অধ্যাদেশে ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্যগুলির সহযোগিতা নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত হয়েছে। সময় বেঁধে দিয়ে বলা হয়েছে, ধর্ষণ মামলার তদন্ত শেষ করতে হবে দু’মাসে, শুনানি শেষ করতে হবে দু’মাসে। আপিল মামলার নিষ্পত্তি করতে হবে ছ’মাসের মধ্যে। এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ