• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:

সংসদে ১৫ মিনিট বলার সুযোগ পেলে মোদীকে দেশ ছেড়ে পালাতে হবে: রাহুল গান্ধী

আপডেটঃ : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

একের পর এক ইস্যু নিয়ে সোমবার আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রাহুল বলেছেন, দেশে যতই আগুন লাগুক, মেয়েরা ধর্ষিতা হোক, তফশিলি ও সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হোক না কেন, মোদী শুধু ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়েই ভাবছেন।
নীরব মোদীর জালিয়াতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদে ১৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে বলেও এসময় দাবি করেছেন রাহুল।
এদিকে সোমবার থেকে ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচি শুরু করেছেন রাহুল। দিল্লির তালকোতরা স্টেডিয়ামে এক সমাবেশে তিনি মোদীকে ‘১৫-মিনিট বিতর্কের’ চ্যালেঞ্জ জানান। সেখানেই দলিতদের অধিকার ও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি।
রাহুলের দাবি, মোদী সরকারের আমলে সংবিধানের নীতি ও মূল্যবোধ বিপন্ন। সুপ্রিম কোর্টকে পদদলিত করা হচ্ছে, সরকারই সংসদ স্তব্ধ করে দিচ্ছে। বিভিন্ন দফতরে এমন লোকজনকেই নিয়োগ করা হচ্ছে যারা আরএসএস-এর আদর্শে বিশ্বাস করেন। টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ