বিরাট কোহলির কাছে সবচেয়ে ইতিবাচক ও সৎ মানুষ কে? হঠাৎ প্রশ্ন করলে হয়তো ঘাবড়ে যেতে পারেন। তবে সেই প্রশ্নের উত্তরটা ভারতীয় অধিনায়ক নিজেই দিয়েছেন। উত্তরটা খুব জটিল নয়, কোহলির কাছে স্ত্রী আনুশকা শর্মাই সেই মানুষ।
গতকাল ১ মে ছিল আনুশকা শর্মার জন্মদিন। সেদিনই টুইটারে দুজনের একটি ছবি পোস্ট করেন কোহলি। আর সেই ছবির ক্যাপশনেই বিরাট লিখেছেন, ‘আমার দেখা সব চেয়ে ইতিবাচক এবং সৎ মানুষ।’
এদিকে স্ত্রীর জন্মদিনে আইপিএল ম্যাচেও জয় পেয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৪ রানের এই জয়ের পর কোহলি জয়টা স্ত্রীকে উপহার দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আজ আমার স্ত্রীর জন্মদিন। এই জয়টা ওর জন্মদিনে একটা ছোট্ট উপহার।’ আর তখন ক্যামেরায় ধরা পড়ে ভিআইপি গ্যালারিতে থাকা আনুশকা শর্মার হাসি মুখ।
আট ম্যাচ খেলে কোহলিদের পয়েন্ট এখন ছয়। এই জয়ে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে এখনও টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্য দিকে মুম্বাই আট ম্যাচ খেলে রয়েছে ৪ পয়েন্টে। প্লে-অফ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে মুম্বাই।