• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

আফগানিস্তানে কর্মরত ৬ ভারতীয় ইঞ্জিনিয়ার অপহৃত

আপডেটঃ : রবিবার, ৬ মে, ২০১৮

আফগানিস্তানের বাগলান প্রদেশ থেকে ৬ ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। রবিবার সকালে তাদের অপহরণ করা হয়। তারা সবাই দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামের একটি  নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন। সংস্থাটি বাগলান প্রদেশে একটি ইলেকট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল।
বাগলান পুলিশের মুখপাত্র জাবিউল্লা সুজা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রবিবার সকালে বাসে চেপে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে যাচ্ছিলেন ওই ভারতীয় ইঞ্জিনিয়াররা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাসটিকে আটকায়। গাড়ির চালকসহ সাত জন ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়’।
কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনো কোনো সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। তবে আফগান পুলিশের ধারণা, ঘটনার পিছনে তালেবান মদদপুষ্ট কোনো সংগঠনের হাত থাকতে পারে। রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ