রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে বিষ্ণু চন্দ্র সাহা সম্প্রতি যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক লিমিটেড-এর মহাব্যবস্থাপক বিষ্ণু চন্দ্র সাহাকে পদোন্নতি দিয়ে রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়।
বিষ্ণু চন্দ্র সাহা ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রী অর্জন এবং সিএসডি থেকে প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে এটু জেড কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে কাজ করেন এবং ১৯৯৫ সালে তিনি রূপালী ব্যাংকে পিসি সাপোর্ট এনালিস্ট হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। রূপালী ব্যাংকে চাকুরিকালীন সময়ে তিনি ব্যাংকের সকল শাখায় সিবিএস বাস্তবায়নসহ এটিএম ও পিওএস সার্ভিস চালু করেন।
কুমিল্লার কোতয়ালী থানার দেশওয়ালীপট্টি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বিষ্ণু চন্দ্র সাহা। তিনি মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নেপালসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।