• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

পিএসজির শিরোপা উৎসবে নেইমার

আপডেটঃ : বুধবার, ৯ মে, ২০১৮

লিগ ওয়ানের পর এবার ফ্রেঞ্চ কাপও জিতে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ালেও ইনজুরির কারণে তিনি দলে নেই অনেকদিন। ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতেই তৃতীয় সারির দল লেস হারবিয়ের্সকে হারিয়ে ঘরোয়া ফুটবলে ট্রেবল শিরোপা জিতে নিয়েছে পিএসজি।
মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ফ্রেঞ্চ কাপের ফাইনালে হারবিয়ের্সকে ২-০ গোলে হারায় উনাই এমেরির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে হারবিয়ের্স এর রক্ষনব্যুহ ভেঙ্গে জিওভানি লো সেলসোর গোলে লিড পায় পিএসজি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন এডিনসন কাভানি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের কাছে হেরে ফরাসি জায়ান্টদের সফলতায় একটি মাত্র কালো দাগ লেগে আছে। নেইমার মাঠে না থাকলেও ডাগ আউটে দর্শক হিসেবে ছিলেন ব্রাজিল তারকা। ম্যাচ পরবর্তী উদযাপনে সতীর্থদের সঙ্গে যুক্ত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ