• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

সাকিবদের হারিয়ে প্লে অফ নিশ্চিত করল কেকেআর

আপডেটঃ : রবিবার, ২০ মে, ২০১৮

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৫ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এর প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচের পর দীনেশ কার্তিকের দলের পয়েন্ট ১৬।আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যদি চেন্নাই সুপার কিংস হেরে যায়, তাহলে দ্বিতীয় স্থানে থাকতে পারে কেকেআর।
শনিবার এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার শিখর ধাওয়ান (৫০) ও শ্রীবৎস গোস্বামী (৩৫)।উইলিয়ামসনও (৩৬) ভাল ব্যাটিং করেন।সেই সময় মনে হচ্ছিল, ২০০ রান পেরিয়ে যাবে হায়দরাবাদ।কিন্তু কেকেআর বোলাররা দারুণভাবে ম্যাচে ফেরান দলকে। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৯ উইকেটে ১৭২ রান করে হায়দরাবাদ।
সহজেই সেই রান টপকে যায় কেকেআর। ওপেনার ক্রিস লিন ৫৫, সুনীল নারিন ২৯, রবিন উথাপ্পা ৪৫ ও কার্তিক অপরাজিত ২৬ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ