বিভিন্ন কারণে আটক হওয়া এক হাজার ইথিওপীয় বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে সৌদি আরব। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এই বন্দিদের মুক্তি করে দেয়ার এক অনুরোধ করার পর এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ফানা ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে সফর করেন আবি আহমেদ। সফরকালীন সময়ে সৌদি সরকারের কাছে দেশটিতে বন্দিদশায় থাকা ইথিওপিয়ার এক হাজার নাগরিককে মুক্ত করে আহবান জানান তিনি। তার অনুরোধ রাখতে সম্মত হয় সৌদি সরকার।
প্রসঙ্গত, বন্দিদের কি কি অভিযোগে আটক করে রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বন্দিদের মধ্যে ১০০ নারীও রয়েছেন। বন্দিদের রবিবার মুক্ত করে দেয়া হবে। ফানা ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনটি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।