মালয়েশিয়ার বোর্নিও অঞ্চলের একটি পাম বাগানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোট আকারের ছয়টি হাতির মৃতদেহ পাওয়া গেছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হাতিদের রেইনফরেস্ট আবাসস্থলটি ধ্বংস হয়ে যাওয়ায় বিপন্ন প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্থানীয় বন্যপ্রাণী বিভাগের পরিচালক অগাস্টিন টুগা বলেন, বোর্নিও দ্বীপের সাবাহ্ রাজ্যের ভিন্ন ভিন্ন স্থানে এক থেকে ৩৭ বছর বয়সী এই হাতিগুলোর মৃতদেহ পাওয়া গেছে। এএফপি।