• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

তিন সপ্তাহ মাঠের বাইরে সালাহ

আপডেটঃ : শুক্রবার, ১ জুন, ২০১৮

মিশরকে বিশ্বকাপে নিয়ে আসতে প্রধান অস্ত্র মোহাম্মদ সালাহ অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। তবে তার খেলার আশা এখনই ছাড়ছে না দেশটির ফুটবল ফেডারেশন। অন্তত দুটি ম্যাচে খেলার আশা করছেন তারা।
স্পেনে চিকিৎসাধীন থাকা সালাহর সঙ্গে এসোসিয়েশনের সভাপতি হানি আবু রেদা এবং দলের ডাক্তারের সাক্ষাতের পর ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘ফেডারেশন দৃঢ়তার সঙ্গে বলছে যে, আল্লাহর ইচ্ছায় সালাহ বিশ্বকাপে খেলবে এবং তাকে তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে না।’
তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে অন্তত ১৭ জুনের আগে খেলায় ফিরতে পারবেন না সালাহ। অর্থাৎ, ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া মিশরের ‘এ’ গ্রুপে ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। গ্রুপপর্বে বাকি দুই ম্যাচ হবে ১৯ জুন রাশিয়া ও ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে খেলবে মিসর। এই দুই ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে ব্যাপারে পূর্ণ আশাবাদী মিশর।
গত ২৬ মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে লিভারপুলের হেরে যাওয়া ম্যাচে ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনের জন্য রবিবারই ভ্যালেন্সিয়ায় পৌঁছান সালাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ