সিটি ব্যাংক সম্প্রতি ‘গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লুক্সেমবার্গ ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (জিসিপিএফ) জ্বালানী ও পরিবেশ বান্ধব কার্যকর বিনিয়োগের বিচারে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে থাকে।
সম্প্রতি সুইজারল্যান্ডের জুরিখে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিপিএফ বোর্ডের সদস্য ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সিটি ব্যাংক এ অর্জনে প্রতিযোগিতা করে জিসিপিএফ-এর সঙ্গে অংশীদারিত্ব আছে এমন ২২টি দেশের ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে, যারা জ্বালানির আধুনিক কার্যকর ব্যবহার ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি অর্থায়নের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, সিটিব্যাংক পরিবেশ বান্ধব বিভিন্ন বিনিয়োগে প্রতি বছর প্রায় ১,৫২,৫২২ মেগাওয়াট/ঘণ্টা (এমডব্লিউএইচ) জ্বালানি সাশ্রয় হচ্ছে এবং একই সঙ্গে কার্বন নিঃসরণ কমছে প্রায় ৪২,৭৪৯ টন। বিজ্ঞপ্তি