• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ভারতের সঙ্গে যুদ্ধের কোন অবকাশ নেই: পাকিস্তান সেনাবাহিনী

আপডেটঃ : বুধবার, ৬ জুন, ২০১৮

ভারত ও পাকিস্তান দুজনেই পরমাণু শক্তিধর বলে দুটি দেশের যুদ্ধের কোনও অবকাশ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তানের শান্তির আকাঙ্খাকে যেন তার দুর্বলতা বলে ধরা না হয়।
সোমবার রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০১৮র শুরু থেকে আজ পর্যন্ত ভারত ১০৭৭টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দাবি করে পাকিস্তান সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিসেশনস (আইএসপিআর)এর ডিজি গফুর বলেন, যুদ্ধ হয় কূটনীতি ব্যর্থ হলেই।
দুপক্ষই দ্বিপাক্ষিক বিষয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে, কিন্তু ভারত আলোচনা প্রক্রিয়া থেকে সরে এসেছে বলেও আঙুল তোলেন তিনি। গফুর বলেন, ভারতকে ঠিক করতে হবে, বুঝতে হবে, তারা কোথায় যেতে চায়। আমরা দুজনেই পরমাণু শক্তিধর, সুতরাং যুদ্ধের কোনও জায়গা নেই।
গত সপ্তাহেই ভারত ও পাকিস্তান ২০০৩ এর সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলার ব্যাপারে একমত হয়। তারপর পাকিস্তান ভারতের গুলিচালনার জবাব দেয়নি, তবে নিরস্ত্র নাগরিকরা বন্দুকের নিশানা হওয়ায় জবাব দিতে ‘বাধ্য হয়’ বলে দাবি করেন তিনি।
গফুর বলেন, ভারত প্রথম বুলেট ছুঁড়লেও তাতে কারও ক্ষতি না হলে আমরা জবাব দেব না। কিন্তু দ্বিতীয় বুলেটটা ছুঁড়লে পাল্টা দেব আমরাও।
পাকিস্তানের স্থানীয় প্রশাসনের অভিযোগ, গতকাল অস্থায়ী সীমান্ত বরাবর গ্রামগুলিতে ভারতীয় বাহিনীর মর্টার হামলায় এক বৃদ্ধা, এক নাবালিকা নিহত হয়, চারটি বাচ্চা, আট মহিলা সহ ২৪ জন জখম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ