• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

ঈদ উপলক্ষে তালেবানের অস্ত্রবিরতি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ৯ জুন, ২০১৮

তালেবান গ্রুপ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান নিরাপত্তা বাহিনীর সাথে শনিবার তিনদিনের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করলেও ‘বিদেশি দখলদারদের’ বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে।
তবে এ গ্রুপ হুশিয়ার করে দিয়ে বলেছে, তাদের যোদ্ধারা আক্রমণের শিকার হলে তারা তা ‘শক্তভাবে প্রতিহত’ করবে। আফগান সরকার সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ঘোষণার দু’দিন পর তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতি একথা বলা হয়।
এক হোয়াটসঅ্যাপ বার্তায় তালেবান জানায়, ‘ঈদুল ফিতরের প্রথম তিনদিন আফগান বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখতে সকল মুজাহিদীনকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে মুজাহিদীনরা আক্রমণের শিকার হলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করবো।’
উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে ঈদ উপলক্ষে এই প্রথমবারের মতো তালেবান অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সম্মত হলো। প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৃহস্পতিবার এক তরফাভাবে তালেবানের সাথে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি পালনের ঘোষণা দেয়ার পর এ ঘোষণা দেয়া হলো।-এএফপি।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page