সিরিয়ার রাজধানী দামাস্কাসে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছড়ে পড়ে দুটি মিসাইল। সিরিয়ার বিভিন্ন টেলিভিশন জানায়, মিসাইল দুটি ছুড়েছে ইসরাইল।
সিরিয়ার একটি চ্যানেলের দাবি, সোমবার গভীর রাতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিসাইল দুটি পড়ে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগেও ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ায় হামালা করার অনেক অভিযোগ ওঠে। ইসরাইল বরাবর এসব হামলার কথা অস্বীকার করে আসছে।
গত সপ্তাহে ‘ইরাক-সিরিয়া’ সীমান্তে আকাশপথে ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় মারা যায় অনেকে। সিরিয়ার সরকার অনুমোদিত টেলিভিশনের কয়েকটি দাবি করে, ওই হামলার জন্য মার্কিন সেনারা দায়ী। বলা হয়, আইএস জঙ্গিদের নির্মূল করতে মার্কিন সেনারা হামলা করে।
কিন্তু মার্কিন সেনার উচ্চ পদস্থ এক কর্মকর্তা সিরিয়ার দাবি অস্বীকার করে বলেন, ইসরাইল ওই হামলা চালিয়েছে। মার্কিন সেনাদের ওই হামলায় কোন হাত নেই।
‘সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরাইল ‘ইরাক-সিরিয়া’ সীমান্তে হামলা চালায়। সেখানে আমাদের হামলা করার প্রশ্ন ওঠে না।
গতমাসে দামাস্কাসে একই ধরনের হামলা হয়। সিরিয়ার দাবি ওই হামলাও চালিয়েছে ইসরাইল। তবে ইসরাইল এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি।