বিশ্বকাপ প্রথম পর্বে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার বাঁচা-মরার খেলায় উপস্থিত ছিলেন ফুটবল কিংবদন্তী ডিয়াগো মেরেডোনা। গত রাতের এই দুই দলের খেলা চলার সময় তার ব্যক্তিগত ডাক্তারের জিজ্ঞাসার জবাবে মেরাডোনা বলেন, ‘আমি ভালো আছি, আমার সমস্যা নেই।’
বিবিসি খবরে জানায়, ওই সময় মেরাডোনা তার মেডিকেল টিমের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। প্রথমার্ধের খেলা চলাকালীন মেডিকেল টিম তাকে পরীক্ষা করে অনুরোধ করেছিল, মাঠ ছেড়ে বাড়ি যেতে। এর জবাবে তিনি বলেন, আমি কিভাবে যাই। আমার দল ঝুঁকিতে আছে।’
পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, অসুস্থতার কারণে মেরাডোনা সিট থেকে উঠতে পারছিলেন না। যখন আর্জেন্টিনা ও নাইজেরিয়া ১-১ গোলে অবস্থান করছিল তখন তাকে কাঁদতে দেখা গেছে। দল হেরে গেলই বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে এই আশঙ্কায় তিনি বিমর্ষ ছিলেন।
নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পর মেসির উদযাপন
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোল জয় পায় আর্জেন্টিনা। এর ফলে তারা শেষ ষোলতে উঠতে সক্ষম হয়।