উত্তর কোরিয়া তাদের পারমাণবিক উৎপাদন অব্যাহত রেখেছে। সঙ্গে তাদের উৎপাদনের পরিমাণও বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ‘এনবিসি’।
গত ১২ জুন কিম ও ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া নতুন করে আর পারমাণবিক উৎপাদন করবে না। কিন্তু ঐতিহাসিক বৈঠকের এক মাস না পেরোতেই এলো নতুন খবর।
এনবিসির খবরে জানানো হয়, মার্কিন গোয়েন্দারা বলেন, মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ঘোষণার সঙ্গে উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন না। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক উৎপাদন অব্যাহত রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে। তারা বেশি করে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম উৎপাদন করছে যা অতীতের তুলনায় বেশী। তিনি আরও জানান, তাদের কাছে এসবের যথেষ্ট প্রমাণ আছে।