পোল্যান্ডের কোচ এ্যাডাম নাওয়াল্কা এ বছর জুলাইয়ের শেষ দিকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। এ খবর জানিয়েছে বিবিসি।
৬০বছর বয়সী এ্যাডাম তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন।রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ড তাদের দুটি ম্যাচে হেরেছে এবং শেষটিতে জয় পেয়েছে। নাওয়াল্কা একটি সংবাদ সম্মেলনে বিশ্বকাপে তাদের খুব ভালো না করার ব্যাখ্যা দিয়ে বলেন,’আমাদের খুব ভালো না করতে পারায় আমি খুব দুঃখিত! তবে পোলিশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী’।
পোলিশ ফুটবল এসোসিয়েশনের প্রধান জাবিগাইভিউ বোনিকে নিশ্চিত করেছেন, এ মাস পরে নাওয়াল্কা পদত্যাগ করবেন। তিনি বলেন, ‘আমরা এ টুর্নামেন্টে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি।আমরা আমাদের দলকে পরবর্তীতে নতুনভাবে তৈরি করার চেষ্টা করবো।’
পোল্যান্ড তাদের তৃতীয় ও চূড়ান্ত ম্যাচে ১-০ গোলে জাপানকে পরাজিত করেছিল।