সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলে গুণতে হবে টাকা। উগান্ডা সরকারের নতুন আইন অনুযায়ী হোয়াটস আপ, টুইটার, ফেসবুক, ইনস্টগ্রাম, স্কাইপ ব্যবহার করলে ব্যবহারকারীদের দিতে হবে কর।
সোশ্যাল মিডিয়াতে সে দেশের নাগরিকদের ঝুঁকে যাওয়ায় এমন আইন পাশ করেছেন বলেন জানান দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি। তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে অপমান, গালিগালাজ ও আড্ডা দেওয়া ব্যাপক হারে বেড়েছে। এসব রুখতে দেশটি সংসদে এই আইন পাশ করা হয়েছে।
গত মার্চ মাসে মুসেভেনি দেশটির অর্থমন্ত্রীকে চিঠি লিখেন। চিঠিতে উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়াতে কর বসালে দেশটির আয়ও বাড়বে সঙ্গে কমবে দেশের মানুষের আড্ডা।
সারাদিনে কর হিসেবে নির্ধারণ হয় ২০০ উগান্ডা শিলিং যা বাংলাদেশী টাকায় ৪ টাকা ৩৭ পয়সা। দেশটির মোবাইল অপারেটরগুলো এসব কর তুলে সরকারকে দেবে।
চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এ আইন। উগান্ডা সরকারের এমন আইনে দেশজুড়ে চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু এসবে পিছু হটবে না বলে জানিয়ে দিয়েছে সরকার।