জাতীয় | তারিখঃ জুলাই ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 650 বার

আর্ন্তজাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরার বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের রাজনৈতিক আগ্রহ ও প্রচেষ্টা স্পষ্ট। কিন্তু মিয়ানমার রাজনৈতিকভাবে তাদের আগ্রহ ব্যক্ত করলেও তা এখনও সুনির্দিষ্ট বাস্তবতার রূপ নেয়নি।
নগরীর বনানীতে রেডক্রসের বাংলাদেশ শাখার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আজ মঙ্গলবার মাউরার বলেন, আমি স্পষ্ট করে বলছি, মিয়ানমারের দিক থেকে এখনও অনেক কিছু করার বাকী এবং তাদের অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে হবে।
রোহিঙ্গা সংকট নিরসনে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। মানবিক সহায়তার মতো বিষয় দিয়ে এর সমাধান সম্ভব নয়।
মিয়ানমারের রাখাইন রাজ্য সফর শেষে রেডক্রস কমিটির প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাদের বর্তমান পরিস্থিতি দেখতে শনিবার বাংলাদেশে আসেন।
মাউরার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কেবল মানবিক সহায়তার মতো কার্যক্রম যথেষ্ট নয়, দরকার কার্যকর রাজনৈতিক পদক্ষেপ। যা তাদের চলাফেরার স্বাধীনতা, মৌলিক সেবা পাওয়ার অধিকার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং রাখাইনের বাজারে প্রবেশের সুযোগ এবং সর্বোপরি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
Leave a Reply